এপার-ওপার দুই বাংলার হিরো-হিরোইনদের মধ্যে আজকাল বাজার টিকিয়ে রাখার জন্য চলছে নানা ধরনের চমক। কখনো এপারের নায়ক ওপারের নায়িকা আবার কখনো বা এপারের নায়িকা ওপারের নায়ক । এভাবেই দুই বাংলার দর্শককে বাংলা চলচ্চিত্র চমক দিয়ে আসছে। এবার ওপার বাংলার জিৎ আর এপার বাংলার নুসরাত ফারিয়া কে নিয়ে তৈরী হচ্ছে জিৎ এর বস্ ছবির দ্বিতীয় রিমেক বস্-2।
সাথে আছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী বস এর নায়িকা শুভস্রী । গ্র্যাসর্ট এন্টারটেইনম্যান্ট এর ব্যানারে রিলায়েন্স এন্টারটেইনম্যান্ট এর সহযোগিতায় বস-২ ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ এবার ঈদ। বস-2 ছবির পরিচালক
বাবা যাদব খুবই আশাবাদী এর ব্যপারে। তার ধারনা বস-2 ছবিটি প্রথমটিকে ও ছারিয়ে যাবে ব্যবসায়। ছবিটিতে বস্ এর অনেকে অভিনেতা অভিনেত্রী রয়েছেন। জিৎ শুটিং স্পটে অনেক মজা করছেন বলে জানা গেছে । অফ ক্যামেরার নুসরাত আর জিৎ এর ক্যামিস্ট্রি ই বলে দিচ্ছে আসছে ঈদে বস-2 সত্যি আনেক বর চমক। শুটিংয়ের ফাকে
পরিচালক বাবা যাদব-এর সাথে সবার সেলফি।
অবশ্য যদিও বস্ ছবিটি মহেস বাবুর তামিল ছবি নাম্বার ওয়ন বিসন্যাসম্যান এর বাংলা সংস্করন বলা হচ্ছে তবু দুই বাংলার দর্শকদের কথা মাথায় রেখে কিছু ত চমক থাকবেই কাহিণীতে।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী।
ছবির সকল গান পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পেইজে, ফেইসবুক পেইজে, অথবা ভিজিট করুন
YSGROUP.BLOGSPOT.COM

সাথে আছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী বস এর নায়িকা শুভস্রী । গ্র্যাসর্ট এন্টারটেইনম্যান্ট এর ব্যানারে রিলায়েন্স এন্টারটেইনম্যান্ট এর সহযোগিতায় বস-২ ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ এবার ঈদ। বস-2 ছবির পরিচালক
বাবা যাদব খুবই আশাবাদী এর ব্যপারে। তার ধারনা বস-2 ছবিটি প্রথমটিকে ও ছারিয়ে যাবে ব্যবসায়। ছবিটিতে বস্ এর অনেকে অভিনেতা অভিনেত্রী রয়েছেন। জিৎ শুটিং স্পটে অনেক মজা করছেন বলে জানা গেছে । অফ ক্যামেরার নুসরাত আর জিৎ এর ক্যামিস্ট্রি ই বলে দিচ্ছে আসছে ঈদে বস-2 সত্যি আনেক বর চমক। শুটিংয়ের ফাকে
পরিচালক বাবা যাদব-এর সাথে সবার সেলফি।
অবশ্য যদিও বস্ ছবিটি মহেস বাবুর তামিল ছবি নাম্বার ওয়ন বিসন্যাসম্যান এর বাংলা সংস্করন বলা হচ্ছে তবু দুই বাংলার দর্শকদের কথা মাথায় রেখে কিছু ত চমক থাকবেই কাহিণীতে।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী।
ছবির সকল গান পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পেইজে, ফেইসবুক পেইজে, অথবা ভিজিট করুন
YSGROUP.BLOGSPOT.COM









No comments:
Post a Comment